ঝালকাঠিতে বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণলংকার ও টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে ডিসেম্বর ২০২৪ ০৭:০৯ অপরাহ্ন
ঝালকাঠিতে বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণলংকার ও টাকা লুট

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে কাঁঠালিয়া বাসস্ট্যান্ডের হালিমা কম্পিউটার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাজনেহার তাজু (৪৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 


তাজনেহার কাঁঠালিয়া বাজারে মাছ বিক্রি করতেন এবং তিনি একমাত্র বাসায় ছিলেন বলে জানা যায়। স্থানীয় পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীকে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যা শেষে দুর্বৃত্তরা তার টাকা ও স্বর্ণলংকার লুট করে পালিয়ে যায়। তবে, পরিবারের কেউ হত্যা পরবর্তী সময়ে কি পরিমাণ টাকার ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি। 


পুলিশ জানিয়েছে, তাজনেহারের মা রাশিদা বেগম সকালে তার মেয়ের বাসায় এসে মেয়ের মৃতদেহ দেখতে পান। ঘরের দরজা খোলা ছিল এবং মরদেহ ফ্লোরে পড়ে ছিল। এরপর তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 


তাজনেহারের পরিবারের সদস্যরা জানান, তার স্বামী ও সন্তানরা ঢাকায় থাকেন এবং তাজনেহার একাই বাসায় থাকতেন। স্থানীয় বিএনপি নেতা জালাল আকন বলেন, তাজনেহার গত রাতে মাছ বিক্রি করে বাসায় ফিরেছিলেন এবং ধারণা করা হচ্ছে, রাতের কোন সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। 


এ ঘটনায় কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।