বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনিক বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সাহান শাহ চৌধুরী সামু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহির রায়হান, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন কাশেম, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ অহিদুজ্জামান, শিক্ষক, সাংবাদিক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভার শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।