উলিপুরে বুদ্ধিজীবী দিবসে ঐক্যবদ্ধ শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪ ০৬:১৩ অপরাহ্ন
উলিপুরে বুদ্ধিজীবী দিবসে ঐক্যবদ্ধ শ্রদ্ধা নিবেদন

কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলন, গণ কবর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।


উপজেলা বিএনপির পক্ষ থেকে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।


সকাল ১০টায় উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭১-এর গণ কবর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান এ কার্যক্রমে নেতৃত্ব দেন। তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হাবিব নয়ন এবং উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু।


এরপর বিএনপির পক্ষ থেকে অধ্যাপক সোলাইমান আলী সরকারের নেতৃত্বে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সকাল ১১টায় উলিপুর উপজেলা হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন স্তরের প্রতিনিধিরা বক্তব্য দেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আয়নুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহামুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও ফয়জার রহমান এবং ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জিল্লুর রহমান।


বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “দেশের স্বাধীনতা অর্জনে শহীদ বুদ্ধিজীবীদের অবদান জাতি কোনোদিন ভুলবে না। তাঁদের আদর্শ আমাদের পথচলার প্রেরণা।”


আলোচনা সভার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।


উলিপুর উপজেলা প্রশাসন এবং বিএনপি আলাদাভাবে দিবসটি পালনে সক্রিয় ভূমিকা পালন করে। স্থানীয় জনগণ ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।