রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ১৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: শনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪ ১০:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ১৪ জন গ্রেফতার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  


পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ ৪ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।  


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রাশিকুল আলম প্রমিত (২৩), জাকির হোসেন, আব্দুর রহিম আকিব (২৬) এবং গোলাম রাব্বি (২৭) অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে রাশিকুল আলম প্রমিত রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক, জাকির হোসেন যুবলীগ কর্মী, আব্দুর রহিম আকিব ছাত্রলীগ কর্মী এবং গোলাম রাব্বি ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।  


গ্রেফতারকৃতরা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।  


এদিকে, পুলিশ কর্মকর্তারা বলছেন, এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রাজশাহী শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সব ধরনের অভিযান অব্যাহত রাখবে।