হাকিমপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪ ১০:২৮ অপরাহ্ন
হাকিমপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন

দিনাজপুরের হাকিমপুর পৌর জামায়াতের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মফিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর জামায়াতের নিজস্ব অফিস চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে তারা নির্বাচিত হন।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা আমীর মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, রোকন সদস্য মীর শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সম্মেলনে সভাপতির বক্তব্যে মাওলানা আনোয়ারুল ইসলাম সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, "আমাদের মূল লক্ষ্য হল ইসলামী সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের সেবায় কাজ করা। জামায়াতের উদ্দেশ্য শুধুমাত্র দলের কাজ নয়, বরং মানবতার কল্যাণে কাজ করা।"


বিষয়টি নিয়ে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, দ্বি-বার্ষিক সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্মেলনের শেষে, সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।


নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, পৌর অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, যুব বিভাগের জন্য মোহাম্মদ আরাফাত হোসেন, শ্রমিক বিভাগের আব্দুর রশিদ, ওলামা বিভাগের সাইদুল ইসলাম এবং পেশাজীবী বিভাগের আসলাম আলী। 


এই নির্বাচনের মাধ্যমে হাকিমপুর পৌর জামায়াতের নতুন কমিটি আগামী দু’বছরের জন্য সংগঠনের দায়িত্ব গ্রহণ করবে। নেতৃবৃন্দ আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে জামায়াত তাদের উদ্দেশ্য অর্জনে আরও সফল হবে।