শ্রীমঙ্গলে আইয়ুব-উর রহমান স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০২৪ ০৪:৩৩ অপরাহ্ন
শ্রীমঙ্গলে আইয়ুব-উর রহমান স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রয়াত ছাত্রদল নেতা আইয়ুব-উর রহমানের স্মরণে 'আইয়ুব-উর রহমান মেমোরি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট' ২০২৪ উদ্বোধন করা হয়েছে। সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি গতকাল রাতে সিন্দুরখান বাজারে শুরু হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক। সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রব জরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল, দুরুদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু), সাবেক সহ-সভাপতি শামীম আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলী, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহী উদ্দিন জারু সহ ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মী।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রয়াত আইয়ুব-উর রহমান বাংলাদেশের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বক্তারা আরও জানান, আইয়ুব-উর রহমান মিথ্যা, গায়েবি ও হয়রানিমূলক মামলায় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন। বিশেষ করে রিমান্ডে পুলিশ তার ওপর স্টিম রোলার চালিয়ে ভয়াবহ নির্যাতন চালিয়েছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে নিরাপদে থাকতে দেয়নি, তবে তার ত্যাগ এবং সংগ্রাম দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ পরিস্কার করেছে।


আইয়ুব-উর রহমানের আন্দোলন সংগ্রামে অবদান আজও ছাত্রদলসহ দেশের সাধারণ জনগণের কাছে একটি প্রেরণা হিসেবে কাজ করছে। বক্তারা আরও বলেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল এবং দেশবাসীকে একত্রিত হয়ে গণতন্ত্রের পথে কাজ করতে হবে। 


উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন দলের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। আইয়ুব-উর রহমানের স্মরণে এই টুর্নামেন্টে স্থানীয় যুবকদের অংশগ্রহণ এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করার মাধ্যমে সংগঠনটির সামাজিক ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।