মৌলভীবাজারে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪ ০৫:১৬ অপরাহ্ন
মৌলভীবাজারে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি

মৌলভীবাজার শহরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাধারণ ছাত্র-জনতার আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে চৌমুহনা চত্বরে গিয়ে এক সমাবেশে রূপান্তরিত হয়। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত এই মিছিলে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


বিক্ষোভকারীরা ‘ইসকন নিষিদ্ধ কর’, ‘উগ্রবাদের স্থান এ দেশে হবে না’, ‘সন্ত্রাসীদের ঠাঁই এ দেশে হবে না’সহ বিভিন্ন স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সাহিত্য সম্পাদক মুস্তাকিম আহমদ, তালামিযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলী রাব্বি রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভুইয়া, নাকিব আহমদ মাহি, আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ, মাওলানা এহসানুল হক জাকারিয়া, শাহ মিসবাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। 


বক্তারা বলেন, "আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি দিতে হবে।" তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, "আবরার ফাহাদ থেকে সাইফুল আলিফ পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের সংখ্যা বাড়লে আমাদের শাহাদতের তামান্না আরো বাড়ে। আমাদের ভয় দেখিয়ে বা গাড়ি চাপা দিয়ে তাদের উদ্দেশ্য সফল হবে না।"


বিক্ষোভকারীরা ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান এবং বলেন, "ইসকন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে। এ ধরনের সংগঠনগুলো যাতে দেশের জনগণের মধ্যে বিভেদ ও অশান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।" 


এছাড়া বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রের যথাযথ পদক্ষেপেরও দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন সহিংস ঘটনা রোধ করা যায়। "বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং উগ্রবাদী কার্যক্রমের জন্য কোনোভাবেই স্থান দেয়া যাবে না," বলেন তারা।


বিক্ষোভকারীরা আশা প্রকাশ করেন, সরকারের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘৃণ্য কর্মকাণ্ড পুনরাবৃত্তি না ঘটে।


**বার্তা প্রেরক:**  

এহসান বিন মুজাহির,  

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার  

২৮-১১-২০২৪