ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং আগামী দিনের বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা, সরাইল থানা পুলিশের এসআই মো. নুর নবী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রমুদ চক্রবর্তী, জামাতের সেক্রেটারি এনাম খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গণমাধ্যমকর্মীরা।
এসময় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একে অপরের সহযোগিতা কামনা করেন এবং মাদক, অপরাধ ও সামাজিক অস্থিরতা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাদক ও ফেক আইডি তৈরি নিয়ে আলোচনা হয়। সভায় সরাইলের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন বক্তারা।
এরপর, একই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে সভায় শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে যথাযথ কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
বিকেলে, ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে শহীদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। শেষে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
**মো. তাসলিম উদ্দিন**
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।