নওগাঁর ধামইরহাট উপজেলার অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে তার অবসরকালীন বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ একত্রিত হয়ে তাকে শ্রদ্ধা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষক তরিকুল ইসলামের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান তুলে ধরেন এবং তার আগামী জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ন কবির, প্রাক্তন সহকারী শিক্ষক কামাল হোসেন, চকমহেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা সুলতানা, কৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, সাবিনা সুলতানা, জান্নাতুন নাইম, রেবেকা সুলতানা, শারমিন আক্তার, অভিভাবক সদস্য রবিউল ইসলাম, সাবেক সভাপতি সাবুবুর রহমান এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা।
তরিকুল ইসলাম তার দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনে অজস্র শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছেন এবং এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদান রেখেছেন। বিদায়ী বক্তৃতায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "শিক্ষক হিসেবে আমার দায়িত্ব ছিলো শিক্ষার্থীদের শুধু পাঠদান করা নয়, বরং তাদের চরিত্র গঠন এবং সমাজের ভালো নাগরিক হিসেবে গড়ে তোলা।"
আবেগাপ্লুত শিক্ষক তরিকুল ইসলাম তার শেষ কর্মজীবন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমার শিক্ষাজীবন একটি সুন্দর অভিজ্ঞতা, আমি শিক্ষকতার পেশাকে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে পালন করেছি।"
বিদায়ী সংবর্ধনায় শিক্ষক ও অভিভাবকরা প্রধান শিক্ষকের শিক্ষামূলক অবদানের প্রশংসা করেন এবং তার দীর্ঘ ও সফল জীবন কামনা করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন।
বার্তা প্রেরক:
আবু মুছা স্বপন
ধামইরহাট, নওগাঁ
০১৭৩৫০৭২৫৩২
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।