লালপুরে রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক
আশিকুর রহমান
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪ ০৫:৫৭ অপরাহ্ন
লালপুরে রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি

নাটোরের লালপুর উপজেলায় আজিমনগর রেলওয়ে স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী আপ রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে, যার ফলে ওই লাইনে ট্রেন চলাচলে ধীরগতি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় নর্থ বেঙ্গল সুগার মিলের বিহারি পাড়া গেটের কাছে প্রায় ১০০ মিটার এলাকায় এই ফাটল দেখা যায়। 


আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু রায়হান সমকালকে জানান, স্থানীয়রা প্রথমে ফাটলটি দেখতে পেয়ে খবর দেন। এরপর রেলপথ মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে। তিনি বলেন, "ফাটলের কারণে রাজশাহী অভিমুখী ট্রেনগুলোকে ধীরগতিতে চলতে বলা হয়েছে।" 


মেরামতকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত লোডের কারণে রেললাইনের লোহার পাতি ফেটে প্রায় ১ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে, যার ফলেই ট্রেনের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। তবে মেরামতের কাজ দ্রুত সম্পন্ন হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, ফাটলটি এতটাই বড় ছিল যে, তা যাত্রীদের নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছিল। তবে রেলপথ মেরামতকারীদের দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। ট্রেনের গতিতে ধীরগতি হলেও, সাধারণভাবে ট্রেন চলাচল থেমে যায়নি।


এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে মেরামত কাজ শুরু করেছে এবং কিছু সময়ের মধ্যে এটি সম্পন্ন হবে বলে স্টেশন মাস্টার নিশ্চিত করেছেন। রেলপথের এই সমস্যা সমাধানের পর আবারও আগের গতিতে ট্রেন চলাচল করবে। 


স্থানীয়রা আশা করছেন, দ্রুত মেরামতের কাজ সম্পন্ন হলে ট্রেনের চলাচল আগের মতোই নিরাপদ ও দ্রুত হবে।