পিরোজপুরে স্কুল ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪ ০৫:০০ অপরাহ্ন
পিরোজপুরে স্কুল ডে উদযাপন

পিরোজপুরে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী স্কুল ডে। জেলা প্রশাসন এর সহযোগিতায় এবং জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের প্রধান অতিথিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদযাপিত হয় এই আনন্দময় দিন।


বেলা ১১ টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক, কেক কেটে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে। বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসকে সাজানো হয়েছিল সুন্দর ফেস্টুন ও বেলুন দিয়ে। এ ছাড়াও, বাহারি রকমের পিঠা তৈরি করে শিক্ষার্থীদের পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, শিক্ষা ও আইসিটি বিভাগের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। অনুষ্ঠানের একপর্যায়ে, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়, তাদের সফলতা ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য।


এভাবে, পিরোজপুরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি উদাহরণ সৃষ্টি করেছে, যেখানে স্কুল ডে কে আনন্দের সাথে উদযাপন করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ এবং মনোবল বৃদ্ধি করা হয়েছে।