পটুয়াখালীর কুয়াকাটায় সানভিউ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশাররফ হোসেনের বিরুদ্ধে কোম্পানির জমি বিক্রির মাধ্যমে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগটি তুলে ধরেন সানভিউ প্রপার্টিজের চেয়ারম্যান জহিরুল হক।
তিনি দাবি করেন, মোশাররফ হোসেন তার স্বাক্ষর জাল করে কোম্পানির ৪১ শতাংশ জমি ১ কোটি ৮৪ লাখ টাকায় বিক্রি করেন এবং ওই টাকা শেয়ার হোল্ডারদের জানিয়ে না দিয়ে আত্মসাৎ করেন। এ বিষয়ে তিনি বলেন, "এই ঘটনায় ঢাকাসহ কলাপাড়ায় কয়েকটি মামলা চলছে এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর দ্রুত আইনি পদক্ষেপ কামনা করছি।"
জহিরুল হক আরও বলেন, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় মোশাররফ হোসেন এবং তার সহযোগী মনির আহমেদ ভূঁইয়া ও সাইফুল আল সোহাগের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী কোম্পানিতে অস্থিরতা সৃষ্টি করে তাকে অপসারণ করেছিল। এর পর থেকে মোশাররফ হোসেন বিএনপি নেতা পরিচয়ে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছে।
তিনি আরও জানান, সানভিউ প্রপার্টিজ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরুতে কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডে জমি ক্রয় করা হয়। ২০১৩ সালে কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে জমি ভাগাভাগির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০১৬ সালে কোম্পানির কিছু পলিসি নিয়ে মতবিরোধ দেখা দেয় এবং পরবর্তী সময়ে মোশাররফ হোসেনকে পুনরায় এমডি হিসেবে নিয়োগ করা হয়।
জহিরুল হক বলেন, ২০২১ সালে সহকারী ব্যবস্থাপনা পরিচালক আসলাম আহমেদের মৃত্যুর পেছনে মোশাররফের প্রতারণার হাত ছিল, কারণ মোশাররফ হোসেন তাকে জমি কেনার কথা বলে কোটি টাকা আত্মসাৎ করেছিলেন।
কোম্পানির এমডি মোশাররফ হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি বলেন, "তিনি বেআইনিভাবে সানভিউ প্রপার্টিজের শেয়ার বিক্রি করছেন, যা জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া সম্পন্ন হচ্ছে। এর মধ্যে কিছু শেয়ার ক্রেতারা চেক জালিয়াতির অভিযোগ তুলেছেন।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমি বেচাকেনার মধ্যস্থতাকারী মো: জাহাঙ্গীর হোসেন এবং আঃ জলিল। তারা বলেন, "এ ধরনের প্রতারণা কোনওভাবেই মেনে নেওয়া যায় না এবং আমরা দাবি করছি, অভিযোগকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।"
এদিকে, সানভিউ প্রপার্টিজের চেয়ারম্যান জহিরুল হক জানান, মোশাররফ হোসেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
**বার্তা প্রেরক:**
আনোয়ার হোসেন আনু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৮-১১-২০২৪
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।