বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় সুমন খান ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , লালমনিরহাট
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৬:২২ অপরাহ্ন
বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় সুমন খান ৩ দিনের রিমান্ডে

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানকে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুমন খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 


গত ২ নভেম্বর সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আব্দুল মজিদ মন্ডল বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ, এই সময় বিএনপি নেতা আব্দুল মজিদ মন্ডলের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর বাদশা, আওয়ামী লীগ সমর্থক রতন মিয়া এবং মজিদুল সহ বেশ কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন।


এর আগে, ১১ নভেম্বর রাতে লালমনিরহাট থেকে পালিয়ে যাওয়ার সময় তিস্তা সেতুর টোল প্লাজা থেকে সুমন খানকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। সুমন খানের বিরুদ্ধে এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার হত্যার অভিযোগে ৫টি হত্যা মামলা দায়ের হয়েছিল। এছাড়া, গত অক্টোবর মাসে সিআইডি লালমনিরহাটের এএসপি মোহাম্মদ আব্দুল হাই সরকার তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে একটি মামলা করেন। অভিযোগ, সুমন খান এবং তার স্ত্রীর অবৈধভাবে দুইশো একচল্লিশ কোটি টাকা উপার্জন করে তা ব্যাংকে রেখেছিলেন।


পুলিশের সূত্রে জানা গেছে, সুমন খানের বিরুদ্ধে বর্তমানে মোট ১৬টি মামলা চলমান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের নিশ্চিত করেছেন, সুমন খানের বিরুদ্ধে হত্যা, মানিলন্ডারিংসহ আরও বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। 


এদিকে, এই মামলায় সুমন খানের রিমান্ড মঞ্জুর হওয়ার পর জেলা পুলিশ তদন্তে নেমেছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।