"উন্নয়নের অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি" - ডাঃ জাহিদ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ০৮:১৮ অপরাহ্ন
"উন্নয়নের অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি" - ডাঃ জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, "যে দিকে তাকাবেন, উন্নয়নের অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একথাও শিখিয়েছেন, ধর্মের মধ্যে বিভেদ নেই, আমরা সবাই বাংলাদেশী।" 


শনিবার (৯ নভেম্বর) হাকিমপুর মহিলা কলেজ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি। 


আওয়ামী লীগের সমালোচনা করে ডাঃ জাহিদ বলেন, "আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষের ভোটে বিশ্বাস করে না। ১৯৭৩ সালে দাউদকান্দি থেকে ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতায় বসেছিল তারা।" তিনি আরও বলেন, "তারা জনগণের অধিকার হরণ করে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট চালায়, এবং তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। বিগত ১৬ বছর এসব কার্যকলাপের জন্য জনগণকে একত্রিত হতে দেওয়া হয়নি।"


এছাড়া, তিনি ২০০৮, ২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের "বিনা ভোটে ক্ষমতায় আসার" অভিযোগ তোলেন এবং বলেন, "বাংলাদেশের মাটিতে আর কোন স্বৈরাচারের ঠাঁই হবে না।" 


ডাঃ জাহিদ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "আপনারাই বিএনপির প্রাণ শক্তি। নেতারা আপনাদের কাছ থেকে উঠে আসবে, উপরের চাপ দিয়ে কাউকে নেতা বানানো হবে না।" তিনি বলেন, "আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, যার জন্য বিএনপি অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছে।"


এছাড়া, কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।