চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত একটি সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে, বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালায়।
সূত্রে জানা যায়, ইসকন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে ওসমান নামে এক ব্যবসায়ীর দোকানে হামলা এবং ভাঙচুর চালায় সংগঠনটির সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে যৌথবাহিনী তাকে আটক করতে যায়, তবে বিক্ষোভকারীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলার সময় যৌথবাহিনীর সদস্যদের ওপর এসিড নিক্ষেপ এবং হামলা চালানো হয়, এতে আহত হন ১২ জন—যাদের মধ্যে ৬ জন পুলিশ এবং ৬ জন সেনা সদস্য রয়েছেন।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। কোতোয়ালি থানার ওসি ফজলুর কাদের চৌধুরী জানান, হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চলছে এবং এই বিষয়ে বিস্তারিত জানানো হবে আগামী বুধবার সংবাদ সম্মেলনে।
অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী গোটা এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।