ভূরুঙ্গামারীতে ৬০৭টি ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৪:৪৬ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে ৬০৭টি ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৬০৭টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক খাইরুল আলম লেবু (৩৮) উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।


বুধবার দিবাগত রাতের এই অভিযান পরিচালনা করেন কুড়িগ্রামে অবস্থিত সেনাবাহিনীর বিশেষ ক্যাম্পের ক্যাপ্টেন মাসুম রেজা ও স্থানীয় পুলিশ। অভিযানে খাইরুলের বাড়ি থেকে ইয়াবাগুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, খাইরুল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত ছিলেন। ভূরুঙ্গামারী থানার ওসি জিল্লুর রহমান বলেন, "খাইরুলের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।"


এ ঘটনা সম্পর্কে এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, যৌথ বাহিনীর এই ধরনের অভিযান মাদক ব্যবসার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপে মাদক নির্মূলের লক্ষ্যে জনগণের মাঝে আশার আলো ফুটেছে।