সলঙ্গায় চাঁদা দাবির জেরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মোঃ পারভেজ সরকার জেলা প্রতিনিধি , সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ন
সলঙ্গায় চাঁদা দাবির জেরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সিরাজগঞ্জের সলঙ্গায় চাঁদা না দেওয়ার কারণে তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শনিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের দেলবার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, অভিযুক্ত আইয়ুব আলী আকাশ ও তার সহযোগীরা চাঁদা না দেওয়ায় তাদের ওপর আক্রমণ করে।


ভুক্তভোগী দেলবার হোসেন জানান, তার ১০১৬ শতক জমি নিয়ে স্থানীয় আইয়ুব আলীর সঙ্গে বিরোধ চলছিল। আইয়ুব আলী ও তার গোষ্ঠী দেলবারের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। অভিযোগ অনুসারে, চাঁদা দিতে অস্বীকার করায় তারা গত শনিবার দেলবারের নাতিকে মারধর করে এবং পরে তার বাড়িতে হামলা চালায়। এ হামলায় তিনটি বাড়ির আসবাবপত্র, নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করা হয়।


দেলবারের মেয়ে রেখা খাতুন বলেন, “আমরা আতঙ্কিত এবং সর্বশান্ত হয়ে পড়েছি। বাড়িতে আসা মানুষের উপর হামলা করা হচ্ছে।” তিনি আরো বলেন, “চাঁদা না দেওয়ার কারণে আমাদের বাড়িতে হামলা হয়েছে এবং আমরা প্রাণনাশের হুমকির মধ্যে আছি।”


অপরদিকে, অভিযুক্ত আইয়ুব আলী গংয়ের সদস্য সোহেল রানা এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই। তারা আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”


সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল করিম জানান, অভিযোগ পেয়েছি এবং উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করা হবে। স্থানীয়ভাবে সমাধান না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় স্থানীয় সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।