ববিতে মিষ্টি বিতরণ করে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার আনন্দ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে অক্টোবর ২০২৪ ০৭:৪৬ অপরাহ্ন
ববিতে মিষ্টি বিতরণ করে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার আনন্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের নিচে শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেন। শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে ছাত্রলীগের অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন।


আনন্দ মিছিলে বক্তারা বলেন, “ছাত্রলীগ বিগত দিনে যে সব অপকর্ম করেছে, সেগুলো বিবেচনায় নিয়ে তাদের নিষিদ্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।” তারা আরও বলেন, “আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই” এবং “ছাত্রলীগ পালাইছে” এর মতো স্লোগান দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন।


মিছিলে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, সৃষ্টি আক্তার, মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের ইকবাল হাসান, রসায়ন বিভাগের রাকিব আহমেদ এবং লোক প্রশাসন বিভাগের রিয়ান প্রমুখ। তারা জানান, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা ও একটি সুষ্ঠু পরিবেশের জন্য লড়াই করছে।