"শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" প্রতিপাদ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আনন্দ র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষক অংশগ্রহণ করেন।
আনন্দ র্যালীটি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলা আনসার-ভিডিপি ক্যাম্প পর্যন্ত পৌঁছে। এরপর উপজেলা পরিষদের আঙিনায় ফলজ বৃক্ষরোপণ করা হয়। দিবসের কর্মসূচী শেষ হয় আলোচনা সভার মাধ্যমে।
উপজেলা একাডেমিক সুপারভাইসার অনাদী কুমার বাহাদুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাজির হাওলা আকবাড়িয়া দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা সুলতানুর রহমান।
বক্তারা বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমাদের অধিকারগুলো ফিরিয়ে পেতে হবে। শিক্ষকরা বৈষম্যের শিকার যেন না হন, সেজন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনা হোক। আমরা চাই আমাদের যথাযথ মর্যাদা এবং অধিকারগুলো দ্রুত বাস্তবায়িত হোক।"
এছাড়াও বক্তারা শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা, এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য সরকারের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এই উপলক্ষে শিক্ষকদের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
দিবসটি পালনের মাধ্যমে রাঙ্গাবালী উপজেলার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং শিক্ষার উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।