গুড নেইবারস বাংলাদেশ পেল ইউনেস্কোর হ্যামদান পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৫ই অক্টোবর ২০২৪ ১২:০৮ অপরাহ্ন
গুড নেইবারস বাংলাদেশ পেল ইউনেস্কোর হ্যামদান পুরস্কার


দেশে প্রথমবারের মতো ইউনেস্কোর হ্যামদান পুরস্কার অর্জন করেছে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। এই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শিক্ষক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই পুরস্কারটি পেয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো কর্তৃক এ পুরস্কার ঘোষণা করা হয়।

গুড নেইবারস বাংলাদেশের পক্ষ থেকে কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে এই স্বীকৃতিকে দেশের শিক্ষকদের জন্য একটি বিশেষ সম্মান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই পুরস্কারটি আমাদের শিক্ষকদের জন্য একটি অনন্য স্বীকৃতি। তারা শুধু শিক্ষাদান করেন না, বরং সকল ধরনের বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই লড়াই শুধু সুশীল সমাজের নয়, এটি গোটা জাতির লড়াই।”

জিএনবি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিস্তৃত এবং শিক্ষামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে। বর্তমানে সংস্থাটি দেশের ১৩টি জেলার মোট ৩৯৬টি স্কুলে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ৪৯ জন উচ্চ প্রশিক্ষিত শিক্ষক শিক্ষার্থীদের উন্নয়নের জন্য নিবেদিত রয়েছেন।

পুরস্কার প্রাপ্তির ফলে গুড নেইবারস বাংলাদেশ নতুন উদ্যমে কাজ করতে সক্ষম হবে, যা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে। উল্লেখ্য, ইউনেস্কোর হ্যামদান পুরস্কারটি শিক্ষাক্ষেত্রে বৈশ্বিক মানদণ্ডের উন্নয়ন এবং শিক্ষকদের সমর্থনে কার্যকরী উদ্যোগগুলোর স্বীকৃতি দেয়।

মাইনুদ্দিন মাইনুল বলেন, “আমরা এই পুরস্কারকে আমাদের কাজের একটি উৎসাহ হিসেবে দেখছি এবং ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছি।” তিনি আশা প্রকাশ করেন, গুড নেইবারস বাংলাদেশের কাজ দেশজুড়ে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের পুরস্কার দেশব্যাপী শিক্ষার উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের শিক্ষকদের তাদের কাজের প্রতি আরো উৎসাহিত করবে।