পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। সকালে ১১টায় শুরু হওয়া সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুল আলম খাঁন জেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় আলোচনায় অংশ নেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির, এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।