কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার ১০ই সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৯ অপরাহ্ন
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী একটি ট্রাকের চাপায় দুই পোশাক শ্রমিক নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিকদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলাধীন হরিণহাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকরা স্টারলিং কারখানার কর্মী ছিলেন। ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে সেটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে। এ কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় স্টারলিং কারখানার শ্রমিকরা দুপুরের বিরতির পর খাবার খেতে বের হন। হঠাৎ করে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু ঘটে এবং তিনজন গুরুতর আহত হন। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার পর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ট্রাকের ওপর আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে। 


মহাসড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ঘটনার কারণ ও ঘটনার পরবর্তী ব্যবস্থা নিয়ে তদন্ত চলছে। পুলিশ দুর্ঘটনার দায়ী ট্রাক চালক ও মালিককে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।