মাদারীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
আরিফুর রহমান,মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫২ অপরাহ্ন
মাদারীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 মাদারীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (৯ সেপ্টেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এই বিশেষ দিনটি উপলক্ষে মাদারীপুর জেলা মহিলা দল আয়োজিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুরাতন বাজার রেন্ডিতলা এলাকায়। 


বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে প্রধান কর্মসূচি ছিল আলোচনা সভা এবং দোয়া মাহফিল। এ সময় মহিলা দলের নেতা-কর্মীরা একত্রিত হয়ে দলটির ইতিহাস, অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার। তিনি তার বক্তব্যে মহিলা দলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত নারীর ক্ষমতায়নে দলটির ভূমিকা তুলে ধরেন। মুনমুন আক্তার বলেন, "জাতীয়তাবাদী মহিলা দল সবসময় নারীর অধিকার ও সুরক্ষার পক্ষে কাজ করেছে। আমাদের দল দেশের উন্নয়নে নারীর ভূমিকা বৃদ্ধির জন্য প্রতিজ্ঞাবদ্ধ।"


সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি বুলি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা খান, আইন বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার এবং সাধারণ সদস্য বিথি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকলেই মহিলা দলের নেতৃত্বে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং আগামীতেও দেশের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।


আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা একটি বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া, দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


মাদারীপুর জেলা মহিলা দলের এই আয়োজন প্রমাণ করে যে, দলটি এখনও তাদের আদর্শ এবং লক্ষ্য নিয়ে সক্রিয় রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন মহিলা দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং প্রেরণা যোগাবে বলে মনে করছেন দলটির নেতারা।


দীর্ঘ ৪৬ বছরের পথচলায় জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নারীর ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং সামাজিক উন্নয়নে দলটির বিভিন্ন কার্যক্রম প্রণোদিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি সেই ধারাবাহিকতায় এক বিশেষ উদাহরণ হিসেবে গণ্য হবে।


মাদারীপুর জেলা মহিলা দলের নেতৃবৃন্দ এ ধরণের আয়োজনকে নারীদের মধ্যে নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করছেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এ ধরণের আয়োজনের পরিকল্পনা করছেন।