সদ্যবিদায়ী মেয়র মধুর উদ্যোগে কমলগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২২শে আগস্ট ২০২৪ ০৮:১০ অপরাহ্ন
সদ্যবিদায়ী মেয়র মধুর উদ্যোগে কমলগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জের বানভাসি মানুষ গত চারদিন ধরে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে শ্রীমঙ্গল পৌরসভার সদ্যবিদায়ী মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া মধুর উদ্যোগে কমলগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর, চন্ডীপুর, মহেশপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী এক হাজার পাচঁশত মানুষের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, মেয়রপুত্র মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশাররফ হোসেন রাজ এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আমি ব্যক্তিগত উদ্যোগে কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম আজ শুরু করেছি। 


১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকব।


সাবেক বিএনপি নেতা মহসিন মিয়া আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।



প্রসঙ্গত, গত ৪ দিনের টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর চারটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় উপজেলার ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছেন।