হিজলায় বিনামূল্যে গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: রবিবার ১৪ই জুলাই ২০২৪ ০৭:৪০ অপরাহ্ন
হিজলায় বিনামূল্যে গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক নবায়নের লক্ষ্যে চারা উত্তোলন ৪র্থ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় (২০২৩-২০২৪) আর্থিক সনে বরিশালের হিজলা উপজেলায় বিনামূল্যে চারা বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড.শাম্মী আহমেদ। 


উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু। ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সেলিনা ইসলাম তুহিন, উপজেলা বন কর্মকর্তা মোঃ সাহে আলম। 


হিজলা উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১৪ জুলাই রবিবার বিকেল ৪টার উপজেলা পরিষদের চত্বরে সহকারী কমিশনার(ভূমি) ইয়াসীন সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি।


 অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। আলোচনা সভার শেষে বিভিন্ন জাতের গাছের চারা বিনামূল্যে বিতরণ শেষে উপজেলা নির্বাচন অফিসের সম্মুখে একটি গাছের চারা রোপণ করেছেন প্রধান অতিথি। 


এসময় হিজলা গৌর‌বদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ খান সহ‌ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।