র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ৯ই জুলাই ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ন
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস। বর্তমানে তিনি র‌্যাব-৫ এর অধিনায়ক হিসাবে রাজশাহীতে কর্মরত। চলতি সপ্তাহে মুনীম তার দায়িত্ব নিতে পারেন। তিনি র‌্যাবের ১৩তম মুখপাত্র হবেন। 


এদিকে আড়াই মাসেরও কম সময় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করে বদলি হলেন কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক হয়েছেন। মিডিয়া উইং ছাড়াও র‌্যাবের আরও চার পরিচালককে বদলি করা হয়েছে। রোববার র‌্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়। 


আদেশে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের বর্তমান পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র‌্যাব-৮’র অধিনায়ক, র‌্যাব-৪’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহমানকে র‌্যাব সদরদপ্তরের অপারেশন্স উইংয়ের পরিচালক, র‌্যাব-৮’র অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র‌্যাব-৩’র অধিনায়ক, র‌্যাব-৫’র অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌসকে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এবং র‌্যাব-৩’র অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরকে র‌্যাব-৫’র অধিনায়ক করা হয়েছে।