গাঁজা নিয়ে হলে ঢুকল এইচএসসি পরীক্ষার্থী, অতঃপর ...

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা জুলাই ২০২৪ ০৮:১০ অপরাহ্ন
গাঁজা নিয়ে হলে ঢুকল এইচএসসি পরীক্ষার্থী, অতঃপর ...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে মুঠোফোন, নকলের চিরকুট ও গাঁজা নিয়ে হলে প্রবেশ করায় তিন পরীক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।


রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এদের মধ্যে পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের এক শিক্ষার্থীর কাছে নকল এবং গাঁজা পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার।


কেন্দ্রসচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি  ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। এক শিক্ষার্থী হলে মাদক নিয়ে প্রবেশ করে। যা অন্যায়। তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুই শিক্ষার্থীকে নকলে দায়ে বহিষ্কার করা হয়েছে।


রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট, মুঠোফোন নিয়ে প্রবেশ করায় দুজনকে বহিষ্কার ও একজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে।