পটুয়াখালী মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া জেআর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৩০তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় ১০ই মার্চ, শেষ হয় ১১মার্চা সোমবার সন্ধ্যায়। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামরুজ্জমান (লিটন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে পৃথক প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গাজী আতহার উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ সাইয়েমা হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল গাফফার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. এ.টি.এম মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ(মামুন বিশ্বাস), সুবিদখালী সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মোঃ নিজাম উদ্দিন(সাইফ),মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান হাওলাদার,কালব "ঘ"অঞ্চলের ডিরেক্টর সহকারী অধ্যাপক মোঃ আঃ মন্নান লোটাস,ঝাটিবুনিয়া জে আর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মজিবুর রহমান (মোতালেব),বরিশালের ইমারত বিল্ডার্স লিমিটেড চেয়ারম্যান ডা. আমির ফয়সাল বিন মাহাবুব, বিশিষ্ট্য শিক্ষানুরোগী মুহা রফিকুল ইসলাম,মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার বাদল, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ আবদুস সালাম,মোঃ কামাল হোসেনসহ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সব সদস্য,শিক্ষকবৃন্দ অভিভাবক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।