ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে । গতকাল চট্টগ্রাম নগরীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।
এর আগে গত মাসের ২৬ জানুয়ারি ময়মনসিংহের ভালুকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাত দেড়টার দিকে উপজেলার মেদুয়ারী এলাকায় মদিনা রিসাইকেল মিলের একটি গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।