সততার সঙ্গে অপরাধ দমন এবং অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ন কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক পদক রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পেয়েছেন কেশবপুরের সন্তান ওসি সরদার মোশারাফ হোসেন।
তিনি জানাগেছে, কেশবপুর উপজেলার ভেরচী গ্রামের মৃত এরশাদ আলী সরদারের পূত্র সরদার মোশারফ হোসেন বর্তমানে খুলনা জেলার তেরখাদা থানার অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত রয়েছেন। সরদার মোশারফ হোসেনের ছোট ভাই এস এম হাবিবুর রহমান হাবিব কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ২য় বার নির্বাচিত চেয়ারম্যান হিসাবে কর্মরত রয়েছেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৭ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনের আনুষ্ঠানিকভাবে সরদার মোশারাফ হোসেনকে পিপিএম পদক পরিয়ে দেন।
এদিকে কেশবপুরের সন্তান সরদার মোশারাফ হোসেন সততার সঙ্গে অপরাধ দমন এবং অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ন কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক পদক রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, সহ সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক আরশাদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, কোষাধ্যক্ষ শিমুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদি হাসান সুমন, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাচ্ছান আলী শাওন, সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান শাহীন, সমাজকল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা, গ্রন্থগার সম্পাদক সরদার মোস্তফা কামাল হিরো, নির্বাহী সদস্য গৌতম চট্টোপাধ্যায়, রেজোয়ান হোসেন লিটন, কাওছার হোসেন রুবেল প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।