মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ ব্যাংক কর্মকর্তা ! জরিমানা গুনলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২৭ অপরাহ্ন
মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ ব্যাংক কর্মকর্তা ! জরিমানা গুনলেন ব্যবসায়ী

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে ব্যাংকের সিনিয়র কর্মকর্তা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনার পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেন।


পাশাপাশি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ নিত্যপণ্য জব্দ করে নষ্ট করা হয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের জাকির টি স্টোরের মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সুমন মিত্র অসুস্থ হয়ে পরেন।  


বিষয়টি জানার পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিনের আদালত অভিযান চালিয়ে উপজেলা সদরের জাকির টি স্টোরের মালিক জাকির হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করেন।  


অভিযানের সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাওয়া মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে নষ্ট করা হয়েছে।  


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান, ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।