প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গ্রাম্য সালিশি বৈঠক এর মধ্যে ওয়াসীম আলী (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের খোশলপুর গ্রামে সালিশি বৈঠক চলা কালিন সময়ে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসীম আলী খানপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।নিহত ওয়াসীমের চাচাতো ভাই দবিরুল ইসলাম জানান, ওয়াসীমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা অকারণে মারপিট করেন। এ নিয়ে গ্রামে বিচার সালিশ ডাকা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টায় সালিশে অংশগ্রহণ করি আমরা। এ সময় কথা কাটাকাটির মাঝে মুক্তিযোদ্ধা ফরমান আলীর ছেলেরাসহ বেশ কিছু লোক আমাদের ওপর আক্রমণ করেন। সে সময় হঠাৎ করে ওয়াসীম আলীর বুকে ছুরিকাঘাত করেন ফরহাদ হোসেন। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.ফাহামিদা আক্তার জানান, রাত সোয়া ১০টার দিকে তিনজন রোগী আসলে ওয়াসীম আলীকে মৃত ঘোষণা করা হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে হত্যা কান্ডে জড়িত থাকার অপরাধে সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।