হিজলায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে সেপ্টেম্বর ২০২৩ ০৬:১০ অপরাহ্ন
হিজলায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩ এর সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠিত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় বৈরী আবহাওয়ার কারণে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার, বড়জালিয়া ইউপি সদস্য মোঃ জামার রাড়ি, গুয়াবাড়িয়া সংরক্ষিত মহিলা সদস্য অফেনুর বেগম।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মেলা সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, সকল ইউনিয়নের ইউপি সচিব, ইউপি সদস্য, সদস্যা সহ গ্রাম পুলিশ সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন ।