কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্বোধন
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্বাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস পালন ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ,
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি সহ গণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ১০ টি স্টল প্রদর্শন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।