জবির বাস উল্কা-৩ ও সৌখিন পরিবহনের সংঘর্ষ, আহত ২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ১৭ই জুলাই ২০২৩ ০৭:৩৯ অপরাহ্ন
জবির বাস উল্কা-৩ ও সৌখিন পরিবহনের সংঘর্ষ,  আহত ২ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাজীপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসার সময় উল্কা-৩ বাসের ড্রাইভার এর সাথে সকাল ৭ টা ৩০ এ বনানী সিগনালে  কথা কাটাকাটি হলে মহাখালী টার্মিলানের সামনে বিশ্ববিদ্যালয়ের বাসে অতর্কিত হামলা করে সৌখিন বাসের স্টাফ ও কন্ডাক্টর।


হাতে রড ও লাঠি নিয়ে মারধর ড্রাইভারকে মারধর করতে আসলে শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করে এবং ঘটনার শিকার হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়। শিক্ষার্থীরা হলো নাইম ইসলাম,  ইতিহাস ১৬ ব্যাচ , রক্তিম ইউসুফ ১৫ ব্যাচ আইন বিভাগ ,শেখ সাব্বির আহমেদ সজল  আইন বিভাগ  ১৫ ব্যাচ ,জুনায়েদ আহমেদ জিদান, ভূগোল ১৬ ব্যাচ ,সজিব শাহরিয়ার, রসায়ন ১২ ব্যাচ । একজনের মাথা চারটি সেলাই ও হাতে ব্যান্ডেজ করতে হয়েছে।


ঘটনা বিস্তারিত জানতে চাইলে, উল্কা-৩ বাসের ড্রাইভার বলেন,আমি গাড়ি ঠিক লাইনেই চালাচ্ছিলাম। বনানী সিগনালে সৌখিন বাস থেকে স্টাফ কন্ডাক্টররা ভার্সিটির বাসে ইভটিজিং করে। পরে মহকাখালি কাউন্টারে আসলে রড পাইপ দিয়ে হামলা করা হয়। আহত হয় ৫/৬ জন।"


শিক্ষার্থীরা এ বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে আসলে তখন তদন্তের সাপেক্ষে প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হয়।


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক জনাব নিউটন হাওলাদার জানান,"এ বিষয়টি নিয়ে তখনকার উপস্থিত পুলিশের টি আই এর সাথে কথা হয়েছে। তিনি সম্পূর্ণ সহযোগীতা করবেন জানিয়েছেন। বাসের তথ্য ও হামলাকারীদের সঠিক তথ্য না পাওয়ায় এখন সিসি ক্যামেরা এর মাধ্যমে শনাক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাসেরও ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে।  আমরা শীঘ্রই এর তদন্ত করবো আর মামলা করে আইনি পদক্ষেপ গুলো নেওয়া হবে। এটি নিয়ে উপাচার্য স্যার ও প্রক্টর স্যারের সাথেও কথা হয়েছে।"