শ্যামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা জুলাই ২০২৩ ০৯:১৭ অপরাহ্ন
শ্যামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত, আহত ৪

নেত্রকোনা- ময়মনসিংহ হাইওয়ে সড়কের শ্যামগঞ্জ জালশুকা নামক স্থানে মঙ্গলবার বিকাল ৩টার দিকে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভারসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে একটি সিএনজি (ময়মনসিংহ-থ-১১-৩২৫০) ৫ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। সিএনজিটি শ্যামগঞ্জ জালশুকা নামক স্থনে পৌঁছলে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি যাত্রী মহুয়া (ঢাকা মেট্রো-ব-১৪-৩২৬১) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনায় সিএনজি ড্রাইভারসহ ৬ জন মারাত্মক আহত হয়। 


স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি ড্রাইভার একরামুল (৪০) এবং অজ্ঞাত মহিলাকে (৩৭) মৃত ঘোষণা করেন। বাকী যাত্রীদেও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।


পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বাস সিএনজির দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে দুই জনের মৃত্যু হয়েছে। বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে।