প্রকাশ: ২৫ মে ২০২৩, ০:২
"আমি নির্বাচিত হলে বরিশালকে আইটি সিটি হিসেবে গড়ে তুলবো। আইটির মাধ্যমে বেকার যুব সমাজের অনেক কর্মসংস্থান হবে"। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বরিশাল নগরের অমৃত লাল দে কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনয়ার ইকবাল হোসেন তাপস এ কথা বলেন।
এর আগে মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস বরিশাল নগরের জেলখানার মোড়, হাসপাতাল রোড, নতুন বাজার এলাকায় গণসংযোগ ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে কাজ করবেন বলে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল প্রমুখ।