রাজবাড়ী জেলার গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। প্রত্যুষে গোয়ালন্দ ঘাট থানায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা কোর্ট চত্ত্বরে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, নবনির্মিত ৭ই মার্চ চত্বরে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বাণী পাঠ, কুচকাওয়াজ (বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স), মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে, পুরস্কার বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টার দিকে গোয়ালন্দে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌরসভা, বাজার ব্যবসায়ী পরিষদসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।