বরিশাল নগরীতে অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে ছাঁই

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ১১ই মার্চ ২০২৩ ০৯:৪৪ পূর্বাহ্ন
বরিশাল নগরীতে অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে ছাঁই

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। আজ শনিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নতুনবাজার আদি শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।


ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর নতুনবাজার আদি শ্মশান এলাকার নিরোধ বাড়ৈর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশ^বর্তী ঘরগুলোতে। এতে নিরোধ বাড়ৈ, সেলিম, তপন, সুনীল, তরুন ঘোষ, কালু ও জামালের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তারা জানান, খুব সকালে এ ঘটনা ঘটায় অনেকেই ঘুমিয়ে ছিলেন তাই কোন  পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোন মালামাল বের করতে পারেনি। আগুনের লেলিহানে ৭টি ঘরের সবকিছুই পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস চলে আসায় পাশর্^বর্তী আরো অন্তত ৩০ থেকে ৪০টি ঘর রেহাই পায়।


খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দিন বলেন, খুব সকালে যখন আগুন লাগে, তখন প্রায় সকলেই ঘুমিয়ে ছিলেন। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কি পরিমান হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুনের  সূত্রপাত হয়েছে।