হিলিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ৪ঠা মার্চ ২০২৩ ০৫:৫৪ অপরাহ্ন
হিলিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার সকাল ১১ টায় হিলি সীমান্ত ঘেঁষা উপজেলায় ডলি মেমোরিয়াল স্কুলের আয়োজনে হাকিমপুর সরকারি কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্লে থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীরা খেলায় অংশ গ্রহণ করেন। একের পর এক ইভেন্টভিত্তিক ক্রীড়ানুষ্ঠান হয়। ছেলেদের বিভিন্ন ইভেন্টে যেমন-১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, লং জাম্প-হাই জাম্প এবং মেয়েদের দড়ি খেলা, দৌড় খেলা, বালিশ খেলাসহ অন্যান্য খেলার আয়োজন করা হয়েছে।


ডলি মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন। 


এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, পৌর কমিশনার, অত্র স্কুলের অভিভাবকগন এবং স্থানীয় আওয়ামীলাগের নেতারাসহ অনেকে উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।