কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭ ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৭ই মার্চ ২০২৩ ০৭:১০ অপরাহ্ন
কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭ ই মার্চ পালিত

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আবৃত্তি অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ভাষণ , চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 


এ উপলক্ষে উপজেলা প্রশাসনে আয়োজনে, হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদী রেবেকা চৈতি, আমিনুর রশিদ মিলটন, জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েল, অধ্যক্ষ অলোক কর্মকার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন সিকদার, সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন।