নওগাঁর ধামইরহাটে ১ দিন ব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রেুয়ারী সকাল ১০ টায় ধামইরহাট ফুটবল মাঠে প্রাণি সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প ও ধামইরহাট প্রাণি সম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা প্রাণি সম্পদ অফিসার কৃষিবিদ মোঃ ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, অনুষ্ঠানের সঞ্চালক ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাবুবুর রহমান সাবু প্রমুখ।
পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন এমপি শহীদুজ্জামান সরকার।
মেলায় তালঝাড়ি কৃষি খামার, সাইদ ডেইরী ফার্ম সহ অর্ধশত স্টল বিভিন্ন দেশি-বিদেশী প্রাণি প্রদর্শণ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।