ফায়ারিং প্রশিক্ষণে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ ০৭:০০ অপরাহ্ন
ফায়ারিং প্রশিক্ষণে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

রাঙামাটির কাউখালীতে প্রশিক্ষণের সময় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) ফায়ারিং প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে।


পুলিশ সুত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল বাৎসরিক অস্ত্র ফায়ার প্রশিক্ষণের জন্য বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে যায়। চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনের পুলিশ সদস্য নারগিছ আক্তার ফায়ারিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার হাতে থাকা অস্ত্রও ঘুরে কয়েক রাউন্ড গুলি বেড়িয়ে যায়। এতে চট্টগ্রামের পাহাড়তলী থানার নারী পুলিশ সদস্য মিনুয়ারা, বাকলিয়া থানার পুলিশ সদস্য অভি বড়ুয়া ও সুমন কান্তি দে গুলিবিদ্ধ হন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতবুনিয়া পুলিশ স্পেশার ট্রেনিং স্কুলের সহকারী পুলিশ সুপার অপেলা রাজু নাহা জানান, ঘটনার পরপরই চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের কাঁধে ও দুই জনের পায়ে গুলিবিদ্ধ হয়েছে।