কুয়াকাটায় খাদ্যের ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ ০৬:১৪ অপরাহ্ন
কুয়াকাটায় খাদ্যের ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুয়াকাটায় খাদ্যের ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পোড়া তেল বার বার ব্যবহার করলে হ্নদ রোগ,ক্যানসান সহ নানা জটিল নোগ হয়।তাছাড়া এই তেল যত্রতত্র ফেললে পরবেশের মারাত্মক ক্ষতি করে। তবে এবার পোড়া তেল শোধন করে তা ব্যবহার উপযোগী করে পুনরায় ব্যবহার করতে কাজ শুরু করেছে মুনজের বাংলা প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। 


গতকাল শনিবার রাত ৮ টায় হোটেল কুয়াকাটা ইন হল রুমে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ুম সরকার। এ সেমিনারে কুয়াকাটা ও তার পার্শ্ববর্তী এলাকার শতাব্দীর রেস্তোরাঁ মালিক গন উপস্থিত ছিলেন। 


সেমিনারে নিরাপদ খাদ্য বিষয় আরও আলোচনা করেন মুনজের বাংলা প্রাইভেট লিমিটেড এর সিইও গৌতম বড়ুয়া,নিরাপদ খাদ্য অধিদপ্তরের সদস্য অধ্যাপক ডক্টর মোঃ আবদুল আলিম,বরিশাল বিশ্ব বিদ্যালয়ের রসায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর ডক্টর মোঃ নাজমুল কায়েস প্রমুখ। অন্যান্যদের মধে্য বক্তব্য রাখেন কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম মুন্সি, সাধারণ সম্পাদক কালিম মোহাম্মদ। 


সেমিনারে বক্তারা পোড়া তেল ব্যবহারে মানব দেহে ক্ষতি সাধন করে থাকে, পরিবেশের ক্ষতি করে থাকে এ নিয়ে আলোচনা করা হয়।


মুনজের গ্রুপের সিইও গৌতম বড়ুয়া বলেন অব্যবহার যোগ্য পোড়া তেল নিরাপদ খাদ্য অধিদপ্তরের মাধ্যমে তারা ক্রয় করে থাকে। এ জন্য প্রতিটি রেস্তোরাঁয় নিজস্ব ড্রাম দেয়া হবে। ড্রামে সংরক্ষণ করে করতে হবে। মুনজের বাংলা প্রাইভেট লিমিটেড এসব পোড়া তেল ন্যায্য মুল্য দিয়ে কিনে নিবে।


পোড়া তেল ব্যবহার না করে সংরক্ষণের মধ্যদিয়ে মানব দেহের ক্ষতিসাধন থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলে বক্তারা দাবি করেন। এসময় তারা স্বাস্থ্য সম্মত খাবার তৈরি ও পরিবেশন করার ক্ষেত্রে সকলকে সচেতন করেন।