রসিক নির্বাচন: ভোট দিতে পারেননি অনেকে

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৭শে ডিসেম্বর ২০২২ ০৬:৪১ অপরাহ্ন
রসিক নির্বাচন: ভোট দিতে পারেননি অনেকে

রংপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৮টায়। নির্ধারিত সময় অনুযায়ী শেষ হওয়ার কথা বিকেল সাড়ে ৪টায়। তবে নিদিষ্ট সময়ের পরেও অনেক কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় রংপুর মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কিছু কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি চোখে পড়ে। ইভিএমের নানা ত্রুটির কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা।


মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার আসিফুল ইসলাম বলেন, দুপুর ১২টায় লাইনে দাঁড়ানোর পরও ভোট দিতে পারিনি। আরও এক ঘণ্টার মতো অপেক্ষা করতে হতে পারে।


লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার পুলক পার্থ বলেন, বেলা ১১টার দিকে একবার এসে একঘণ্টা অপেক্ষা করে ফিরে গেছি। এরপর বিকেল ৩টার দিকে আবারও এসেছি। এখন পর্যন্ত ভোট দিতে পারিনি।


এদিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করছি।


মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এছাড়া সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।