পুলিশের প্যারেডে ‘জিন্দাবাদ’ ! বীর মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১৬ই ডিসেম্বর ২০২২ ০৮:০৬ অপরাহ্ন
পুলিশের প্যারেডে ‘জিন্দাবাদ’ ! বীর মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

কুড়িগ্রামের রৌমারীতে মহান বিজয় দিবসে পুলিশ কর্তৃক প্যারেড, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের সময় টিম লিডার এসআই মামুন বাংলাদেশ ‘জিন্দাবাদ’ ধ্বনি উচ্চরণ করেন। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভর সৃষ্টি হয়েছে।


শুক্রবার (১৬ ডিসেম্বের) রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান সাবেক কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, শাহার আলী, খন্দকার সামছুল আলম ও আজিজুর রহমান। 


এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার পূবণ আখতার, উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রাসহ আরও অনেকে।


রৌমারী থানার ওসি রূপকুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকল মুক্তিযোদ্ধাদের কাছে অনুরোধ রইলো।