ভূঞাপুর কিন্ডার গার্টেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার ৩০শে নভেম্বর ২০২২ ০৭:০৫ অপরাহ্ন
ভূঞাপুর কিন্ডার গার্টেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুর কিন্ডার গার্টেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘরের ভেতরে থাকা বই, খাতা, আলমারি, কাগজ পত্র, চেয়ার, টেবিল, বেঞ্চ সহ প্রতিষ্ঠানের নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বুধবার (২৯ নভেম্বর) রাত ১০ টার দিকে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত ভূঞাপুর কিন্ডার গার্টেনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয়রা জানান, রাত ১০ টার দিকে ভূঞাপুর কিন্ডার গার্টেনে আগুন লাগার ঘটনা ঘটে। শীতের দিন থাকায় বাজারে লোকজন কম ছিল। তবুও আশপাশ হতে লোকজন দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘরের সকল জিনিস পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের শুত্রপাত হয় এবং দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।


ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ খাইরুজ্জামান ভূঁইয়া জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ভূঞাপুর কিন্ডারগার্টেনে আগুন লাগে। পরে মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসকে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এর মধ্যেই কিন্ডারগার্টেনের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।


এ ব্যাপারে ভূঞাপুুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হতে পারে।


ভূঞাপুর কিন্ডারগার্টেন আগুনে পুড়ে যাওয়া সেই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু,  ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ খাইরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।