যথাযোগ্য মর্যাদায় সরাইলে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ১৬ই ডিসেম্বর ২০২২ ০৬:২১ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় সরাইলে মহান বিজয় দিবস পালিত

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় সরাইলে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।


 শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়।পরে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করা হয়।


পুস্পস্তবক অপর্ণ করেন, উপজেলা প্রশাসন, জাতীয় সংসদ সদস্য,সরাইল থানা,পরে একে একে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করেন,বীরমুক্তিযোদ্ধা, উপজেলাজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করেন। পুস্পস্তবক অপর্ণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। 


শুক্রবার সকাল ৮টায় সরাইল উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়।সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয়ের উদ্বোধন করা হয়। পরে সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে সরাইল থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 


বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ ) উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মো. নোমান মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাজমুল হোসেন,উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী,বীর মুক্তি যোদ্ধা আব্দুর রাশেদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, কৃষি অফিসার একরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তফাসহসাংবাদিক, সুধী, জনপ্রতিনিধি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে  মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উদযাপনে হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 


মসজিদে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিকালে সরাইল অন্নদা মাঠে প্রীতি ফুটবল খেলা ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রশাসন পাড়ায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে।