নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের মাসিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর বেলা ১১ টায় ধামইরহাট ভবনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব দেলদার হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার বলেন,‘বর্তমান সরকারের সুবিধা ভোগ করেনি দেশে এমন মানুষ খুজে পাওয়া যাবে না, দেশের মানুষ এখন সকল সেবা ডিজিটাল পদ্ধতিতে স্বল্প সময়ে পেয়ে থাকেন, তাই সরকারের সকল উন্নয়নের সুফল পাচ্ছেন প্রান্তিক পর্যায়ের মানুষসহ দেশের সকল জনগণ।’
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.ন.ম আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, আবু হানিফ, মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক মুক্তাদিরুল হক, আলমপ্রু ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওসমান গনি, ইসবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন প্রমুুখসহ ৮টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।