মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্নভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ডাসার উপজেলা হল রুমে ভোট গ্রহন চলে। ডাসার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ডাসার থানা পুলিশ, জেলা ডিবি পুলিশ ও বিজিবি নির্বাচনী কেন্দ্রের পাশে উপস্থিত থেকে কড়া নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
ডাসার উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৬৪টি। দুপুর আড়াইটায় এ নির্বাচনের ফলাফল আনিষ্ঠানিকভাবে ঘোষনা করেন প্রিজাইটিং কর্মকর্তা মোঃ ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।।
এ নির্বাচনে সদস্য পদে ৪ জন প্রার্থী ডাসার উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন। মীর মামুন অর রশিদ(হাতী) প্রতীক নিয়ে সদস্য পদে বেসরকারিভাবে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কাশেম টিউবয়েল প্রতীকে নিয়ে ১৭ ভোট পেয়েছেন। ১৩ ভোট পেয়ে তৃতীয় হন (তালা) মার্কা সৈয়দ বেল্লাল হোসেন এবং উটপাখি মার্কায় ৯ ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন খাইরুল ইসলাম মহসিন।
অন্যদিকে ডাসার,কালকিনি ও মাদারীপুর আংশিক সংরক্ষিত নারী আসনে বই মার্কা নিয়ে বিজয় হন রোকসানা পারভীন।
এসময় বিজয় প্রার্থী মীর মামুন অর-রশিদ বলেন, আজকের এ বিজয় ডাসার বাসীকে আমি উৎসর্গ করলাম।
চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রতি।তার গঠিত ডাসার উপজেলা থেকে আমি নির্বাচিত৷ হয়েছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।